গণমাধ্যম

শাজাহানপুরে দূর্ঘটনা রোধে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১৪ অক্টোবর ২০২৩ , ১২:৫০:১৭ প্রিন্ট সংস্করণ

নাজিরুল ইসলাম, বগুড়া প্রতিনিধিঃ

ঢাকা-বগুড়া মহাসড়কে দূর্ঘটনা রোধকল্পে বগুড়ার শাজাহানপুরে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন নয়মাইল বন্দরে উপস্থিত জনসাধারণের মাঝে দূর্ঘটনা হতে রক্ষায় সচেতনতা বিষয়ক আলোচনা করেন শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এম এ ওয়াদুদ।

অনুষ্ঠিত্ব সভায় তিনি বলেন; অনেক ড্রাইভাররা যারা কিনা স্কুল কলেজের সামনে হাইড্রোলিক হর্ণ দেন। ওই সময় তাদের লক্ষ্য রাখতে হবে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান, বাসস্ট্যান্ডের কাছে লোকজন রাস্তা পারাপার হয়। সেখানে তাদের সতর্কতার সাথে ড্রাইভিং করতে হবে। এতে দূর্ঘটনার আশঙ্কা থাকে না। আর যারা ছোট ছোট পরিবহন চালান তারা একটি নিদিষ্ট স্থানে যাত্রীদের উঠানামা করাবেন।

মহাসড়কে যত্রতত্র গাড়ি ব্রেক করবেন না। আপনাদের সব সময় মনে রাখতে হবে একটি দূর্ঘটনা মানেই সারাটা জীবনের কান্না। পুলিশিং সভায় শেরপুর হাইওয়ে থানার এসআই খায়রুল বাশার, এএসআই আফজাল হোসেন, রাশেদ হাসান, বন্দরের দোকান মালিকগণ, সাধারণ পথচারী সহ স্থানীয় এলাকার জনসাধারণবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi