সারাদেশ

কিংবদন্তি বরেণ্য সাংবাদিক ও লেখক আব্দুল গাফফার চৌধুরী আর নেই।

  প্রতিনিধি ১৯ মে ২০২২ , ৩:৩৬:২৬ প্রিন্ট সংস্করণ

” আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি!”এই অমর গানটির রচয়িতা বাংলাদেশের আপামর জনসাধারণের শ্রদ্ধেয় অমর লেখক আবদুল গাফফার চৌধুরী আজ লন্ডনের একটি আধুনিক হাসপাতালে চিকিৎসাধধিন অবস্থায় শেষ নিঃস্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে গেছেন।(ইন্না-লিল্লাহী….রাজিউন)।

এই বিশিষ্ট গুনি সাংবাদিক,লেখক ও রচয়িতার দেশ বরেণ্য ব্যক্তির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক জাতির সময় ও চলনবিল পত্রিকার সকল পর্যায়ের সাংবাদিক কর্মকর্তা ও কর্মচারীগন।সকলেই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন।পাশাপাশি শোকাভিভূত পরিবারের সকলের সঙ্গে সমবেদনা জ্ঞাপন করেছেন।

“দৈনিক জাতির সময়” ও “চলনবিল প্রতিদিন” পত্রিকার সকল শুভাকাঙ্ক্ষী গনের পক্ষে বিশিষ্ট সাংবাদিক ও সমাজ সেবক মোঃ রবিউল করিম রনি বলেন, বাংলাদেশ থেকে আরো একটি নক্ষত্র ঝরে গেলো।আমরা সকলে গভীর ভাবে অনুতপ্ত।রনি আরো বলেন,যতদিন রবে সেই মহান ও অমর গান-(“আমার ভাইয়ের রক্তে রাঙানো অমর একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি!) খানি,ততদিন রবে তুমি শহিদ স্মরণে জানি!তুমি ছিলে তুমি আছো এবং তুমি থাকবে স্বাধীন বাংলার প্রতিটি পরতে পরতে।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi