গণমাধ্যম

মধুপুরে দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি ১২ অক্টোবর ২০২৩ , ৯:১১:০৬ প্রিন্ট সংস্করণ

 আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষে আইন- শৃঙ্খলা সংক্রান্তে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর থানার আয়োজনে বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ মতবিনিময় সভায় মধুপুর থানা অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসিবে উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম) শরফুদ্দিন আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর পৌর সভার মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান, সহকারী পুলিশ সুপার মধুপুর সার্কেল ফারহানা আফরোজ জেমী। এসময় উপস্থিত ছিলেন মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদিকুল ইসলাম সাদিক, আলোকদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবুসাইদ খান সিদ্দিক, মহিষমারা ইউপি চেয়ারম্যান মহির উদ্দিন মহির, কুড়াগাছা ইউপি চেয়ারম্যান মো. ফজলুল হক সরকার, ফুলবাগচালা ইউপি চেয়ারম্যান মো. ফরিদ আলী, কুড়ালিয়া ইউপি চেয়ারম্যান আঃ মান্নান, মধুপুর উপজেলা পুজা উৎযাপন কমিটির সভাপতি সুশীল কুমার দাস, সাধান সম্পাদক সাধন কুমার মজুমদার, সাংবাদিক বৃন্দ সহ উপজেলার সকল পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এবছর উপজেলায় ৫৪ টি পূজামন্ডবে পূজা অনুষ্ঠিত হবে। মধুপুর পৌর শহরে মোট ২৩ টি মুজা মন্ডব রয়েছে। এবং বাকী ৩১ টি পুজা মন্ডব উপজেলার বিভিন্ন ইউনিয়নে রয়েছে বলে জানান পুজা উদযাপন কমিটি। মধুপুর পৌর শহরের সকল পুজা মন্ডব সিসি ক্যামেরার আওতায় থাকবে বলে জানান পৌর মেয়র আলহাজ মো. সিদ্দিক হোসেন খান। এসকল সিসি ক্যামেরা তিনি নিজেই দিবেন বলে মতামত সভায় কথা দেন।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi