গণমাধ্যম

সিরাজগঞ্জে যুবদল নেতা গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

  প্রতিনিধি ১ নভেম্বর ২০২৩ , ১:৪৮:৩১ প্রিন্ট সংস্করণ

রাকিবুল আলম আপু মিঞা স্টাফ রিপোর্টার:

সিরাজগঞ্জ জেলা যুবদলের সাবেক অর্থ বিষয়ক সম্পাদক সালেহ মাহমুদ বাবু মিঞাকে (৪৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার (৩০ অক্টোবর) বিকেলে জেলা গোয়েন্দা পুলিশ সিরাজগঞ্জ শহরের কাজীপুর মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সালেহ মাহমুদ বাবু মিঞা সদর উপজেলা বহুলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ আলম মিঞার মেজ ছেলে ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ- ৩ (রায়গঞ্জ- তাড়াশ- সলঙ্গা) আসনের জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও অপু ফাউন্ডেশন এর চেয়ারম্যান মো: রাকিবুুুল আলম অপু মিঞার মেজ ভাইকে গ্রেফতার করেছ।

এ বিষয়ে রাকিবুল আলম আপু বলেন, আমাকে ধরার জন্য পুলিশ এসে যখন আমাকে না পায় তখন আমার মেঝো ভাইকে ধরে নিয়ে যায়।আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং অবিলম্বে সালেহ মাহমুদ বাবুসহ গ্রেফতারকৃত সকল নেতাকর্মীর মুক্তি চাই। এ প্রসঙ্গে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, সালেহ মাহমুদ বাবুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi