আন্তর্জাতিক

রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই রথযাত্রা উৎসবকে ঘিরেই আজকের সাংবাদিক বৈঠক করলেন।

  প্রতিনিধি ১৯ জুন ২০২৩ , ১১:৪৯:২২ প্রিন্ট সংস্করণ

রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই রথযাত্রা উৎসবকে ঘিরেই আজকের সাংবাদিক বৈঠক করলেন।

 সমরেশ মজুমদার ও শম্পা দাস,কোলকাতা: আজ উনিশে জুন,সোমবার, বেলা দুটোয় কামার হাটি রথ তলায় এক সাংবাদিক বৈঠক করলেন মাননীয় বিধায়ক মদন মিত্র মহাশয়। আগামী কাল এই রথ তলা থেকেই ৩৩ ফুট উচ্চতা বিশিষ্ট তিনটি রথ শোভাযাত্রা সহকারে মাসির বাড়ি যাবেন,,, সঙ্গে এক টন ফুল জগন্নাথ দেবকে সাজানোর জন্য আনা হচ্ছে। আর তার সাথে সাথেই রামকৃষ্ণ দেবের স্মৃতি বিজড়িত এই উৎসব এবং আড়িয়াদহ থেকে রথ তলায় উঠে আসার ইতিহাস ও পর্যটক দের টানতে বিভিন্ন ঘোষণা আজকের এই সাংবাদিক বৈঠক থেকেই প্রচার সারলেন।২০০ বছরের প্রাচীন ইতিহাস রামকৃষ্ণ পরম হংসদে বেলঘড়িয়ায় রথ তোলার মতিলালসেন ঠাকুরবাড়ি রথ দেখতে এসেছিলেন।সেই মতি লাল সেন ঠাকুরবাড়ি রথ একসময় বন্ধ হয়ে যায়। কিন্তু বেলঘড়িয়া নিবাসী এক মহিলার ছোট্ট একটি লোহার রদ দেওয়া থেকেই শুরু হয় স্থানীয় ক্লাবের এই পুজোর আয়োজন। আজ সেই রথ সবার সহযোগিতায় এবং রথ তলা কমিটির উদ্যোগে, বিশাল আকার ধারণ করেছে এবং পুরীর মন্দিরের কোন অংশে কম নয়, বেলঘড়িয়ার এই রথ উৎসব ও রথ, সমস্ত কিছুই পুরীর মন্দির আদলে তৈরি হয়েছে এবং পুরীর রথ যে কার্ড দিয়ে তৈরি হয়, সেই কাঠ দিয়েই তিন মাস যাবত কঠোর পরিশ্রমে তৈরি হয়েছে বেলঘড়িয়া রথ এই রথ ৩৩ ফুট উঁচু। আগে যে রথ দিয়ে জগন্নাথ মাসির বাড়ি যেতেন তার দৈর্ঘ্য ছিল দেড় ফুট আজ আস্তে আস্তে সেই রথ ৩৩ ফুটে পরিণত হল,এই রদ দিয়েই জগন্নাথ তার মাসি বাড়ি যাবেন,সাজিয়ে তোলা হবে জগন্নাথ বলরাম সুভদ্রকে দুটো ফুল দিয়ে

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi