সারাদেশ

২৭ জুলাই আন্তর্জাতিক “হেড এন্ড নেক” ক্যান্সার ডে ‘২২,ব্যাপক আয়োজনে দিনটি পালন করছেন ঢাকা মেডিকেল কলেজ এর ইএনটি বিভাগ।

  প্রতিনিধি ২৭ জুলাই ২০২২ , ১:৫৬:৩৮ প্রিন্ট সংস্করণ

আন্তর্জাতিক “হেড এন্ড নেক ক্যান্সার ডে” ব্যাপক আয়োজনে পালিত হচ্ছে ঢাকা মেডিকেলের ইএনটি বিভাগের নেতৃত্বে।

 

দৈনিক জাতির সময় _______________________________________

স্টাফ রিপোর্টার,রনি, ঢাকা।

 

আজ ২৭জুলাই ‘২২ইং,রোজ বুধবার আন্তর্জাতিক হেড এন্ড নেক ক্যান্সার দিবস। বিশ্বের ন্যায় ঢাকা মেডিকাল কলেজের ইএনটি বিভাগ দিবসটি ব্যাপক আয়োজনে পালন করা হচ্ছে।দিবসটির প্রতিপাদ্য বিসয় হচ্ছে—”

Scientific Seminar on Head & Neck Cancer Manage ment Bangladesh Perspec-tive.

উক্ত দিবসটিতে চিফ গেষ্ট হিসাবে উপস্থিত আছেন প্রফেসর ডা.মো.টিটু মিয়া,প্রিন্সিপাল,ঢাকা মেডিকাল সকল।চেয়ারপার্সন হিসাবে উপস্থিত আছেন…..

প্রফেসর ডা.শেখ নুরুল ফাত্তাহ রুমি হেড,ডিপার্টমেন্ট অফ ইএনটি, হেড & নেক সার্জারি,ডিএমসি।

স্পেশাল গেষ্ট হিসাবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার.জেনারেল.মো.নাজমুল হক ডিরেক্টর,ঢাকা মেডিকাল সকলে হাসপাতাল।

গেষ্টস অফ অনার ছিলেন…….

প্রফেসর.মো.আবু ইউসুফ ফকির, এডিজি,ডিজিএমই।

প্রফেসর.মো.শফিকুল আলম চৌধুরী ভাইস প্রিন্সিপাল,ডিএমসি।

প্রফেসর.শাহরিয়ার নবী(শাকিল) ডীন,মেডিসিন ফেকাল্টি,ঢাকা বিশ্ববিদ্যালয়।

প্রফেসর.দেবেশ চন্দ্র তালুকদার, প্রেসিডেন্ট টিসার্স এসোসিয়েশন, ডিএমসি।

ডা.আহমেদ হোসাইন চৌধুরী(হারুন) জেনারেল সেক্রেটারি টিসার্স এসো সিয়েশন,ডিএমসি।

পেনেল অফ এক্সাপার্টস হিসাবে উপস্থিত আছেন…

প্রফেসর আলিয়া শাহনাজ,হেড ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি, ডিএমসি।

প্রফেসর ডা.শাহারা হক,হেড ডিপার্টমেন্ট অফ রেডিওলোজী এন্ড ইমাজিং,ডিএমসি।

প্রফেসর ডা.রুকসানা জেবা          হেড.ডিপার্টমেন্ট অফ প্যাথলজি, ডিএমসি।

প্রফেসর ডা.জেসমিন আরা হক ডিরেক্টর ইন্সটিটিউট অফ নিউক্লিয়ার, ডিএমসি।

প্রফেসর ডা.মো.মোজাফ হোসাইন হেড,ডিপার্টমেন্ট অফ এনেস্থিসিয়া, ডিএমসি।

কী নোটস স্পিকার হিসাবে সার্বিক দায়িত্ব পালন করবেন সায়েন্টিফিক স্পিক দিবেন…

ডা.মোহাম্মদ শাহরিয়ার আরাফাত (সৌরভ), এসোসিয়েট প্রফেসর, ইএনটি ডিপার্টমেন্ট, ডিএমসি।

 

এছাড়াও উক্ত দিবসটি পালনকারী হিসাবে উপস্থিত আছেন ঢাকা মেডিকাল কলেজ এন্ড হাসপাতালের ইএনটি ডিপার্টমেন্টের সম্মানিত সকল ডাক্তারবৃন্দ সহ ঢাকা মেডিকেলের সকল ডিপার্টমেন্টের দায়িত্বরত সকল ডাক্তারগন।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকায় অবস্থানরত সরকারি বেসরকারি মেডিকেলে কলেজের গুরুত্বপূর্ণ পদ বহনকারী সকল সাম্ভব্য ডাক্তারগন।

 

উক্ত দিবসটি পালনে প্রথমেই সকাল ৯.৩০ ঘটিকায় ঢাকা মেডিকেল কলেজ এর বহি:বিভাগের সামনে থেকে জন সচেতনতা মুলক র‍্যালি এবং র‍্যালিতে লিফলেট বিলি করা হয়েছে  এবং র‍্যালি শেষে সকাল ১১:০০ ঘটিকায় ডা.মিলন হলে সাইন্টিফিক সেমিনার ও আলোচ্য নিয়ে আলোচনা করা হয়েছে।জানাগেছে উক্ত অনুষ্ঠানে ৬০০/৭০০ ডাক্তারগন উপস্থিত ছিলেন।

 

আন্তর্জাতিক হেড, নেক ক্যান্সার ডে উপলক্ষে সার্বিক ভাবে সহযোগিতা ও আনুষ্ঠানিক সকল ব্যায়ভার সম্পূর্ণই বহন করছেন বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি বীকন ফার্মাসিউটি ক্যাল’স লিমিটেড।বীকন ফার্মার এমন মহতী উদ্দ্যোগে চিকিৎসকগন সহ সকল সচেতন মহল প্রশংসা করেছেন।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi