গণমাধ্যম

অভয়নগরে দুই প্রতিষ্ঠানে ভ্রাম‍্যমান আদালতের অভিযান জরিমানা আদায়

  প্রতিনিধি ২৬ অক্টোবর ২০২৩ , ১২:৫৯:১৫ প্রিন্ট সংস্করণ

মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধিঃ

যশোরের অভয়নগরে ভোক্তা অধিকার আইনে দুই মিষ্টি হোটেল প্রতিষ্ঠানকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেন। ২৫ অক্টোবর বুধবার সকাল ১০.০০ টায় উপজেলার ভাঙ্গাগেট এলাকায় সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট থান্দার কামরুজ্জামানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত কুন্ডু মিষ্টান্ন ভান্ডার ও আনন্দ হোটেলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৩ এর ৩৭, ৩৮, ৫২, ৪৫, ৫২ এ প্রত্যেককে ১০,০০০( দশ হাজার ) টাকা জরিমানা করে আদায় করেন।

কুন্ডু মিষ্টান্ন ভান্ডারের মালিক অমিত কুমার কুন্ডু(৩৮) বলেন, রান্নাঘরে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা (পৌরসভা কর্তৃক ড্রেনেজ ব্যবস্থা নেই), ধূলার স্তর পড়া, বৈদ্যুতিক পাখা ময়লা থাকা, সিংগাড়া বানানো খামির উদ্ধৃত অংশ ফ্রীজে রাখা, একই ভাজা তেল দ্বিতীয়বার রান্নায় ব্যবহার করা, তৈরী খাদ্য পণ্যের সাথে উৎপাদন তারিখ ও মূল্য না রাখা ইত্যাদি কারণে ভ্রাম্যমান আদালত তৎক্ষণাৎ জরিমানা আদায় করেছে, না দিলে এক মাস জেল খাটতে হত।

মহাসড়কের অতিরিক্ত ধূলা নিয়ন্ত্রণ অসম্ভব ব্যাপার, চেঙ্গুটিয়া থেকে মহাকাল পযর্ন্ত রাস্তার পাশে বালু ব্যবসায়ীদের জন্য আমাদের বসবাস ও ব্যবসা করা কঠিন হয়ে পড়েছে।

থান্দার কামরুজ্জামান বলেন, আমি আগামীকাল ও অভিযান পরিচালনা করব, নিরাপদ ও পরিচ্ছন্নতার শর্ত পূরণ না হলে হোটেল বন্ধ থাকবে এবং অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi