আন্তর্জাতিক

বৃষ্টির মধ্যেও জমজমাট, কলকাতার নিউমার্কেট এলাকা

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৩ , ১২:২৭:০৮ প্রিন্ট সংস্করণ

আজ ২রা অক্টোবর সোমবার, সকাল থেকে মুষলধারে বৃষ্টি হলেও, এতটুকু বাদ সাধেনি নিউমার্কেট এলাকায়,, ক্রেতাদের কেনাকাটার ভিড়ে নিউমার্কেট চত্বর জমজমাট, পা গলানোর দুঃসাধ্য পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছেন যানবাহন কন্ট্রোল করতে এবং পথ চলতি মানুষদের কন্ট্রোল করতে, এদিকে মেট্রো গুলিতেও ভিড়, দম বন্ধ হয়ে যাওয়ার মত, এমনকি প্রচন্ড বৃষ্টির ফলে মানুষ প্রতিটি মেট্রো স্টেশনের মুখে ভিড় করে দাঁড়িয়ে আছে , উঠানামা, দুঃসাধ্য হয়ে পড়েছে, তার মধ্যে কে তারা ভিজে নিউমার্কেট জমিয়ে তুলেছে কেনাকাটায়, মাঝে মাঝে প্রশাসনের তরফ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে ক্রেতাদের উদ্দেশ্যে তারা যেন নিজেদের ব্যাগ ও মোবাইল সাবধানে রাখেন।, পকেটমারি থেকে নিজেকে সতর্ক থাকতে বারবার ঘোষণা করছেন, এবং মাঝে মাঝেই কটা নিউমার্কেট চত্বর টহল দিয়ে চলেছেন পুলিশ অফিসারেরা, কিন্তু ক্রেতারা জানালেন বৃষ্টির জন্য বেশ কয়েকটি দোকানে ঢোকা যায়নি কারণ কাদা পায়ে দোকানের মধ্যে ঢুকতে দেওয়া হচ্ছে না, ক্রেতারা জানালেন, আমরা নিউমার্কেটে জিনিস কিনতে এসে অনেকটাই ফেশাদে পড়েছি, আগের বছরের তুলনায় এ বছরে জিনিসের দাম অনেকটা বেড়েছে, নতুন নতুন ডিজাইনের জিনিস থাকলেও ,দাম এতটাই বেশি, সাধারণ মানুষের পক্ষে নেওয়া সম্ভব নয়, তাই বেশিরভাগ মানুষ শপিংমলে ভীর করছেন, কেনাকাটার চেষ্টা করছেন ,আমরাও কয়েকটি জিনিস শপিং মল থেকে কিনেছি, প্রতিবছর পুজোর সময় জিনিসের দাম এতটাই বাড়িয়ে দেন, বাজেটে আমাদের কুলায় না।। কিন্তু ছোট ছোট ছেলে মেয়েদের কিছু তো দিতে হবে, তাই যতটুকু না দিলে নয় তাই কিনে বাড়ি ফিরছি।

রিপোর্টার ,,,শম্পা দাস ও সমরেশ রায়,,, কলকাতা

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi