সারাদেশ

পূর্ব মেদিনীপুরের তমলুকে ডিমারীতে পুলিশের লাঠিচার্জ।

  প্রতিনিধি ১১ জুলাই ২০২৩ , ১১:৩৫:১৫ প্রিন্ট সংস্করণ

পূর্ব মেদিনীপুরের তমলুকে ডিমারীতে পুলিশের লাঠি চার্জ।

সমরেশ মজুমদার,কোলকাতা থেকে: ভারতের পূর্ব মেদেনিপুরের তমলুকে ডিমারীতে সাধারণ মানুষের  ব্যাপক লাঠি চার্চ করছে পুলিশ।জানাগেছে, মেদিনীপুরের প্রত্যেকটি বুথে সামনে ১৪৪ ধারা জারি করা হয়।গণনা কেন্দ্রে সারিবদ্ধ ভাবে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের ভেতরে প্রবেশ করানো হয়,কঠিন নিরা পত্তার মধ্য দিয়ে ত্রিস্তর পঞ্চায়েত ভোটের গণনা শুরু হয়।পূর্ব মেদিনী পুরের তমলুকের ডিমারীতে পুলিশের লাঠিচার্জ,রাস্তার উপর ভিড় করেছিল পার্টি কর্মীরা,জান যানজটের সৃষ্টির ফলে এবং পার্টি কর্মীরা কথা না শোনায় বাধ্য হয় পুলিশ লাঠিচার্জ করতে।এদিকে গণনার সাথে সাথে তৃণ মূল প্রতিটি আসনে এগিয়ে থাকায় আরো উল্লাস করতে থাকে এবং রাস্তা বন্ধ হয়ে যাওয়ার মতো,পুলিশ বারণ করা সত্ত্বেও না শোনায় তারা লাঠি চার্জ করতে বাধ্য হয়,এই লাঠিচার্জের ফলে অনেক পার্টি কর্মীর আইডি কার্ড রাস্তায় পড়ে থাকতে দেখা যায়, তারা নিজেদের প্রাণ বাঁচাতে সমস্ত কিছু খেলে দৌড়ে পালায়।ফলে বহু পার্টি কর্মী লোকেরা পুলিশের হাতে মার খায়।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi