আন্তর্জাতিক

আজ বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক দিবস সেভ ড্রাইভ, সেফ লাইভ অনুষ্ঠিত হল পুলিশ ও ছাত্র ও ছাত্রীদের নিয়ে।। 

  প্রতিনিধি ৩০ সেপ্টেম্বর ২০২৩ , ১২:২৮:২৬ প্রিন্ট সংস্করণ

Kiকলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

 

পশ্চিম বাংলা পুলিশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে আজ ট্রাফিক সপ্তাহ পালন করা হয়। এদিন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত দক্ষিণ কলকাতা লাগয়ো বড়াল বরোদা প্রসাদ উচ্ছ মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথচারী ও ইস্কুল কলেজের ছাত্র ও ছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হয় ট্রাফিক সপ্তাহ। আজকের এই অনুষ্ঠানে ছাত্র ও ছাত্রীদের সঙ্গে ছিল ট্রাফিক পুলিশের কর্মচারীদের বিরাট অংশ। এদিন বারুইপুর জেলা পুলিশের মধ্যে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের সুপার ইন্দ বরন ঝা আই পি এস। তিনি তার জেলা পুলিশের সমস্ত ইউনিট নিয়ে এই ট্রাফিক সপ্তাহ অনুষ্ঠানে অংশ নেন। তিনি বলেন সারা ভারতের বিভিন্ন রাজ্যের মতো পশ্চিম বাংলায় প্রতি বছর কয়েক লক্ষ মানুষের মৃত্যু হয় বে ভুলে যানচলাচলের কারণে। তার মধ্যে ট্রেন ও ট্রাম্প এবং বিনা সিগন্যাল প্রসেসিং না দেখার কারণে এই দুর্ঘটনা ঘটে। তার থেকে সকলকেই সতর্ক থাকতে হবে। তিনি বলেন যে প্রতি বছর বারুইপুর জেলা পুলিশের ট্রাফিক আইন না মানায় বহু সংখ্যক মানুষের মৃত্যু হয়েছে। শুধু তাই নয় বেপরোয়া গাড়ি চালিয়ে যাওয়া এবং বিনা হেলমেট পরে গাড়ি চালিয়ে যাওয়ার কারণে প্রতি বছর বহু সংখ্যক মানুষের মৃত্যু হয়। সেই সঙ্গে সিগন্যাল প্রসেসিং না মানায় বহু সংখ্যক গাড়ি বেপরোয়া চালিয়ে যায় এবং তার ফলে দুর্ঘটনা ঘটেছে। এর থেকে বাঁচতে সকলকেই সতর্ক থাকতে হবে। এবং ট্রাফিক আইন মেনে চলাচল করতে হবে। সেই সঙ্গে রাস্তার পাশে ফুটপাত ব্যবহার করতে হবে। যানজট নিরসনে সহায়তা করতে হবে সকলকেই। পথচারী মানুষের সাথে যুক্ত হবে ইস্কুল ও কলেজের শিক্ষক ও শিক্ষিকা এবং ছাত্র ও ছাত্রীদের সাথে জনসমাজ। আজকের এই ট্রাফিক সপ্তাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারুইপুর জেলা পুলিশের সুপার ইন্দ বরন ঝা আই পি এস। এবং ডেপুটি পুলিশ সুপার অরিন্দম দাস আই পি এস এবং ট্রাফিক পুলিশ সুপার ডাক্তার মোহিত মোল্লা এবং টি আই সঞ্জীব চক্রবর্তী সোনাপুর পুলিশের আই সি অনির্বাণ বিস্বাস শিক্ষক পুলক রায় ও শিক্ষিকা পিয়ালী গোস্বামী সহ বারুইপুর জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content

BengaliEnglishHindi